ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক (১৩-১৬ মার্চ) বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন। এই খাতের মুনাফার পরিমাণ ৬.৩০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের মুনাফার পরিমাণ ৪.৩০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের মুনাফার পরিমাণ ৩.৩০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা সিমেন্ট খাতে ২.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৪০ শতাংশ, বস্ত্র খাতে ১.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, সিরামিক খাতে ১.৬০ শতাংশ, বিবিধ খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ১.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩০ শতাংশ, পাট খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৬০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.২০ শতাংশ মুনাফায় রয়েছেন।