ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.৬ টাকা বা ৬.৬১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪.১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৭২ বারে ১ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১.৭ টাকা বা ৩.৬৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮.১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৫ বারে ১৬ টাকার শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ২.২ টাকা বা ৩.৬৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬২.৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৪৯৫ বারে ১১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে।
টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – এইচআর টেক্সটাইল লিমিটেড, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১।