আজ শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭১ শতাংশ। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৩৫ টাকা দরে লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩১ টাকা ৯০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াই ম্যাক্সের ৮.২০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৮.১০ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.২১ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৯৯ শতাংশ, হাক্কানী পাল্পের ৪.৪৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪৬ শতাংশ এবং বিডি ল্যাম্পসের ৪.৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে।