ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানে রাশিয়ার সন্তোষ

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানে রাশিয়ার সন্তোষ
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে ঢাকার রুশ দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি ও দূতাবাসের কাউন্সিলর অ্যান্টন চেরনোভ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মান্টিটাস্কি বলেন, ‘ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া সন্তোষ প্রকাশ করেছে। বহিরাগত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ভোটাভুটিতে যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এতে বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, ২ মার্চ ইউক্রেনে রুশ সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে অংশ নেয় ১৯৩টি দেশ। এর মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বাংলাদেশ ভারত, চীন, পাকিস্তান, কিউবা, নিকারাগুয়াসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু