সূত্র মতে, গত সপ্তাহে ৩৮৫ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩২.৪৮ শতাংশ হয়েছে ১০টি বা ২.৬০ শতাংশ কোম্পানির শেয়ারে।
১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যথারীতি বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৪৬০ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১১.৮১%। এর আগের সপ্তাহের থেকে ১.৬১ শতাংশ বেড়ে এই পরিমাণ লেনদেন হয়েছে।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানিগুলোর মধ্যে – ফরচুন সুজে ৩.১৯ শতাংশ , ওরিয়ন ফার্মায় ২.৯৬ শতাংশ বিডিকম অনলাইনে ২.৭০ শতাংশ , ড্রাগণ সোয়েটারে ২.৫১ শতাংশ , সোনালি পেপারে ২.৩৮ শতাংশ , বাংলাদেশ শিপিং করপোরেশনে ২.০৮ শতাংশ , আমরা টেকনোলজিসে ১.৮৬ শতাংশ , প্রিমিয়ার ব্যাংকে ১.৮০ শতাংশ ও সাইফ পাওয়ারটেকে ১.১৮ শতাংশ লেনদেন হয়েছে।