ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকা।
গেইনার তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড । সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার, অ্যাপেক্স ফুডস, বসুন্ধরা পেপার মিলস, ফরচুন সুজ, অ্যাটলাস বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক ও আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।