অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করলো সিএসই

অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করলো সিএসই
ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধিদের (অথরাইজড রিপ্রেজেনটেটিভ) জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রোববার (২৭ মার্চ) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে ‘সিডিবিএল অপারেশন্স অ্যান্ড ভেল্যু এডেড সার্ভিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) জেনারেল মেনেজার (এপ্লিকেশন ডেবলোপমেন্ট এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস) রাকিবুল ইসলাম চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, ডিজিএম এন্ড হেড অব ট্রেক মার্কেটিং এন্ড সার্ভিসেস মো. মর্তুজা আলম, ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট এন্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম এবং ডিজিএম এন্ড হেড অব সার্ভিলেন্স এন্ড মপস্ মো. নাহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে সিএসইর ৪৭টি ট্রেক এর ৫২ জন অথরাইজড রিপ্রেজেনটেটিভ অংশগ্রহণ করেন। যারা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজে সিডিবিএল অপারেশনের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত।

সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম. সাদেক আহমেদ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সিএসইর প্রতিনিধিগণ এবং অংশগ্রহণকারীরা আশা ব্যক্ত করেন যে, ব্রোকারেজ হাউজের দৈনন্দিন অপারেশন পরিচালনার ব্যাপারে এবং শেয়ার বাজারের গতিময়তা, স্বচ্ছতা বৃদ্ধিতে, সর্বোপরি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অনুষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত