নেপালে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশি জুয়েল

নেপালে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশি জুয়েল
আগামির সমৃদ্ধশালী যুব সমাজ গড়ে তুলতে এবং ধারাবাহিকতা পরিচালনায় সফলতা অর্জন করায় নেপাল-বাংলাদেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক “নেক্সট জেনারেশন লিডার সামিট-২০২২” অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ও মার্চ নেপালের কাঠমুন্ডুতে এ শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজিত দুইদিন ব্যাপী সেমিনারে বিভিন্ন দেশের যুবক’রা অংশগ্রহণ করে। যুব সমাজ ও যুবকদের নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সফলতা অর্জন করায় বাংলাদেশের হাবিবুর রহমান জুয়েল (হাবিবী জুয়েল) কে আন্তর্জাতিক নেক্সট জেনারেশন লিডারশীপে ভূষিত করে।

হাবিবুর রহমান জুয়েল (হাবিবী জুয়েল) তিনি একজন ক্রিকেটার। বিশ্ববিদ্যালয় ক্রিকেট বিভাগে দায়িত্ব পালন করার পাশাপাশি ক্রিকেট অঙ্গনে তাঁর ব্যাপক অবদানও রয়েছে।

পুরুস্কারপ্রাপ্ত হাবিবী জুয়েল বলেন, একজন ক্রিকেট প্রেমিক ও খেলোয়াড় হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। শুধু যুবকদের নিয়ে নেতৃত্ব দেয়া মানেই নিজের অনুসারী তৈরি করা নয়, সকল যুব প্রজন্মকে সুন্দর সমাজ ও দেশ তৈরী করা এবং আধুনিকায়ন গতিশীল করাই আমাদের মূল কর্তব্য। একটি স্বপ্নময় সোনার রাষ্ট্র গড়তে পারে যুব প্রজম্ম। আমাদের নিজেদের উন্নতির জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন, নেপালের যুবমন্ত্রী মহেশ্বর গগাতরাজ, নেপালে বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, জাতীয় যুব পরিষদের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেপাল এম.আর. সুরেন্দ্র বাসনেট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো, জেনারেশন লিডারস সামিট দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একত্রিত নেপাল-বাংলাদেশ যুবনেতা এবং নীতি নির্ধারকরা।

শীর্ষ সম্মেলন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি, তরুণ নেতা, উদ্যোক্তা, ছাত্র, পৃষ্ঠপোষক এবং বিশিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু