ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার । যা গতদিনের চেয়ে ৫৭ কোটি ৪ লাখ টাকা বেশি। গতকাল সোমবার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে।
ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৪ পয়েন্টে।
এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস৩০’ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।