‘সিএমএসএমই’ এর জন্য ডেলিভারি টাইগারকে ঋণ প্রদান করেছে ইউসিবি

‘সিএমএসএমই’ এর জন্য ডেলিভারি টাইগারকে ঋণ প্রদান করেছে ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ২০,০০০ টিরও বেশি অনলাইনভিত্তিক ‘সিএমএসএমই’ এর  জন্য ডেলিভারি টাইগারকে ঋণ সুবিধা প্রদান করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেলিভারি টাইগার একটি অনলাইন ভিত্তিক কুরিয়ার সার্ভিস স্টার্ট আপ ব্যবসা। এর অধীনে, অনলাইন ‘সিএমএসএমই’ ব্যবসাসমূহ উপকৃত  হবে এবং টেকসই ব্যবসা করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং ডেলিভারি টাইগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।

এছাড়া অন্যান্যদের মধ্যে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সেকান্দার-ই-আজম, ইউসিবির এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মোহসিনুর রহমান এবং ডেলিভারি টাইগারের পক্ষে রনি মন্ডল, চিফ টেকনিক্যাল অফিসার মোসাদ্দিক কামাল, হেড অব ফাইন্যান্স এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়