সাড়ে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ কিনেছে জিপি ও রবি

সাড়ে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ কিনেছে জিপি ও রবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা নতুন তরঙ্গ কিনছে। আর এর জন্য কোম্পানি দুটির প্রত্যেকে প্রায় সোয়া ৩ হাজার কোটি টাকা ব্যয় করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানি দুটি। একই নিলাম থেকে অপর দুই মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং বাংলালিংকও তরঙ্গ কিনেছে।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। নিলামে ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করার কথা। নিলাম শুরুর মাত্র আধা ঘণ্টার মধ্যে ১০ হাজার ৬৪১ কোটি টাকা মূল্যে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়ে যায় এই নিলাম।

নিলামের প্রথম রাউন্ডে টেলিটক ২৩০০ ব্যান্ডের ৩০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে, যার মূল্য ১ হাজার ৬৮০ কোটি টাকা।

রবি আজিয়াটা ২৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর দাম ৩ হাজার ৩৬০ কোটি টাকা।

গ্রামীণফোনও ২৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর জন্য কোম্পানিটির ব্যয় হবে ৩ হাজার ৩৬০ কোটি টাকা।

আর বাংলালিংক ২৩০০ ব্যান্ডের ২২৪১ কোটি ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোরজি) চালু হয়েছে। কিছুদিনের মধ্যে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফাইভজি) সেবা চালু করতে যাচ্ছে। এই সেবা দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের বাড়তি তরঙ্গ প্রয়োজন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত