বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার নিকুঞ্জে ডিএসইর অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গেও একই চুক্তি করেছে ব্র্যাক ইপিএল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এপিআই ব্যবহার করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের নিজস্ব ইন্টারফেস ব্যবহার করে হাউসের ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সরাসরি ট্রেড করতে পারবে। এছাড়াও, ডিএসই এবং সিএসইতে এপিআই শেয়ার করায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ক্লায়েন্টদের আরও সহজ ও উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ জানিয়েছে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আর এপিআই শেয়ারিং নেতৃস্থানীয় এ ব্রোকারেজ ফার্মকে তার পরিষেবাগুলি আরও প্রসারিত করার সুযোগ করে দিবে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব আইটি মইনুল ইসলাম এবং ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।