ডিএসই ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের মধ্যে চুক্তি সই

ডিএসই ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের মধ্যে চুক্তি সই
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) জন্য ডিএসই’র অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ব্যবহারের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার নিকুঞ্জে ডিএসইর অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গেও একই চুক্তি করেছে ব্র্যাক ইপিএল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এপিআই ব্যবহার করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের নিজস্ব ইন্টারফেস ব্যবহার করে হাউসের ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সরাসরি ট্রেড করতে পারবে। এছাড়াও, ডিএসই এবং সিএসইতে এপিআই শেয়ার করায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ক্লায়েন্টদের আরও সহজ ও উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ জানিয়েছে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আর এপিআই শেয়ারিং নেতৃস্থানীয় এ ব্রোকারেজ ফার্মকে তার পরিষেবাগুলি আরও প্রসারিত করার সুযোগ করে দিবে।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব আইটি মইনুল ইসলাম এবং ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন