বৃহস্পতিবার (৩১ মার্চ) এই কমিটি ঘোষণা করা হয়। মুন্না তিতুমীর কলেজের বাংলা বিভাগের ও সানি ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র।
সভাপতি মশিউর রহমান মুন্না বলেন, নাটোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়ে আমি অনেক খুশি। নাটোরের আমি প্রথম এই কমিটি গঠন করার উদ্দ্যোগ গ্রহন করি। নাটোরের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। প্রথমদিকে নতুন কেউ ঢাকায় আসলে অনেক কষ্ট করতে হয়। আমি প্রথম দিন থেকেই সবাইকে সুযোগ সুবিধা দিবো।
তিনি আরও বলেন, আমি নাটোর নিয়ে আরও অনেক সমাজসেবামূলক কাজ করতে চাই। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্ল্যাড গ্রুপ গঠন করবো। এছাড়া খেলাধুলার মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেট ও ফুটবল নিয়ে কাজ করবো। সাহিত্য বিকাশের লক্ষ্যে কবিতা মঞ্চ বানাবো। এভাবে আমরা অসহায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।
মশিউর রহমান মুন্না নাটোর জেলার গুরুদাসপুরের সন্তান আর তজাহাঙ্গীর আলম সানি নাটোর জেলার লালপুর উপজেলার। তারা উভয়ই মেধাবী ছাত্র।