শুক্রবার রাতে দেশের উত্তরবঙ্গের একটি সংসদীয় আসনের ওই সদস্য সংবাদ মাধ্যমকে নিজেই করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন বিকেল ৫টায় আইইডিসিআর থেকে দেয়া রিপোর্টে তার করোনা সংক্রমণ শনাক্ত হয়।
জানা যায়, তিনি গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ফিরে ঢাকায় ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউনের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।