এ দুজনের হার না মানা ৮২ রানের জুটিতে ভর করে এরই মধ্যে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ডারবান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে টাইগারদের সংগ্রহ ৭৯ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান। জয় ৮০ ও ৪১ রানে অপরাজিত রয়েছেন লিটন ।
এর আগে ৪৯ ওভারে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে দিন তৃতীয় দিন শুরু করে মুমিনুলের দল। আর দিনের শুরুতেই আউট হয়ে মাঠ ছাড়েন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ। অভিষিক্ত লিজাড উইলিয়ামসের বলে উইয়ান মাল্ডারের তালুবন্দি হয়ে বিদায় নেন ঢাকা এক্সপ্রেস।
এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন লিটন দাস। অপর প্রান্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করে যান মাহমুদুল জয়। প্রোটিয়া পেসারদের বাউন্সার শক্ত হাতেই সামাল দেন লিটন। আর স্পিনার আসতেই চেনা রুপে দেখা যায় জয়কে।
ইনিংসের ৬০তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যাক্তিগত অর্ধশতক পূরণ করেন মাহমুদুল জয়। গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিজের সবশেষ ম্যাচেও ফিফটির দেখা পান এই তরুন ক্রিকেটার।
অন্যদিকে নিজ ছন্দেই ব্যাটিং করেন লিটন। একের পর এক চোখ জুড়ানো শটে দলকে নিয়ে যান সামনের দিকে। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তার উইলো থেকে আসে ৪১ রান। অন্যদিকে ক্যারিয়ার সেরা ৮০ রানে অপরাজিত রয়েছেন জয়। দ্বিতীয় সেশন এই দুই ব্যাটার টিকে গেলে দারুন কিছু যে অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে, তা আর বলার অপেক্ষা রাখে না।