বল হাতে দেখা যাবে তো তাসকিনকে?

বল হাতে দেখা যাবে তো তাসকিনকে?
কাঁধের ব্যথায় ভুগছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ব্যথার কারণে ডারবান টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতে বল করতে পারেননি ঢাকা এক্সপ্রেস। আজ বল হাতে দেখা যাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়।

বাংলাদেশ দল সূত্র জানায়, প্রথম ইনিংসে বোলিং করার পর থেকেই ডান কাঁধের জোড়ায় ব্যথা অনুভব করছেন তাসকিন। বোলিং করলে সেই ব্যথা আরও বেড়ে যাওয়ার শঙ্কা থাকায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। খুব প্রয়োজন মনে না হলে দ্বিতীয় ইনিংসে হয়তো তাসকিনকে দিয়ে বোলিংই করাবেন না মুমিনুল হক। প্রাথমিক চিকিৎসা হিসেবে আপাতত আইস থেরাপি দেওয়া হচ্ছে।

প্রথম ইনিংসে তাসকিন ২৩ ওভার বোলিং করে কোন উইকেটের দেখা পাননি। বিপরীতে দিয়েছেন ৬৯ রান। নতুন বল হাতে কার্যকরী কোন ভূমিকা রাখতে পারেননি এই পেসার।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ ওভার ব্যাট করে আফ্রিকা। যেখানে পেসার খালেদ আহমেদ ও নাজমুল হোসেন করেন সমান একটি করে ওভার। বাকি দুই ওভার হাত ঘুরিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৬ রান জমা করে স্বাগতিকরা। বাংলাদেশের চেয়ে ৭৫ রান এগিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে তারা। যদিও কাল সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাতেও ডারবানে টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস আছে আজ এবং আগামীকাল টেস্টের পঞ্চম দিনেও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো