নারী ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

নারী ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
১৯৮২ সালে এই ক্রাইস্টচার্চের মাঠেই নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যেখানে ইংলিশদের হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ঠীক ৪০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তিই যেন ঘটল।

রোববার সেই ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে আবারো শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের জয় তুলে নিলো অসি মেয়েরা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫৬ রান জমা করে অস্ট্রেলিয়া।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারে ২৮৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ৩৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ড্যানি ওয়াট। ৫ বলে ৪ রান করে মেগান শুটের বলে বোল্ড হন এই ওপেনার।

সপ্তম ওভারে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এবারও সেই শুটের আঘাত। ২৬ বলে ২৭ করে এলবিডব্লিউ শিকার হন বিউমন্ড। হেথার নাইটকে সাথে নিয়ে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৯ রান জমা করেন বিউমন্ড।

দারুন শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি হেথার নাইট। ২৫ বলে ২৬ করে সাজঘরের পথ ধরেন নাইট। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮৬ রান। এরপর ব্যাট হাতে ঝলক দেখান ন্যাট সিভার। তার ব্যাটিং ঝলকে ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৭ করে ইংল্যান্ড।

তবে ব্যাট হাতে সুবিদা করতে পারেননি অন্য প্রান্তে থাকা অ্যামি জোনস। ১৮ বলে ২০ রান করে মাঠ ছাড়েন জোনস। এরপর সোফিয়া ডাঙ্কলিকে সাথে নিয়ে ইনিংস লম্বা করেন সিভার। তবে ২৩ রানের বেশী করতে পারেননি ডাঙ্কলি।

এরপর টেলএন্ডারদের নিয়ে ইনিংস লম্বা করতে পারেননি সিভার। ৩৩ ওভার শেষে ৭ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আর ঠীক তখনই জয়ের সুঘ্রাণ আসছিল অসি শিবিরে। তবে ব্যাক্তিগত শতক তুলে নেন সিভার। কিন্তু ততক্ষণে বিদায় নেন ইংল্যান্ডের ৮ ব্যাটার। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২২৩ রান।

একাই লড়াই চালিয়ে যান সিভার। দশ নম্বর উইকেট পড়ে গেলে ১১৯ বলে ১৪৩ রানে অপরাজিত থেকে থেমে যেত হয় সিভারকেও। ৪৩.৪ ওভারে ২৮৫ রানে থামে ইংল্যান্ড। ফলে ৭১ রানে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় অসিরা। ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হন অস্ট্রেলিয় ওপেনার অ্যালিসা হিলি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়