কাজে লাগাতে পারেননি শেষ সুযোগটাও, শঙ্কায় সৌম্যর ক্যারিয়ার!

কাজে লাগাতে পারেননি শেষ সুযোগটাও, শঙ্কায় সৌম্যর ক্যারিয়ার!
আবাহনী-মোহামেডানের ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ, বাড়তি উত্তেজনা। আর দুই দলের দ্বৈরথের এই ম্যাচে মোহামেডানের একাদশে রাখা হয়নি সৌম্য সরকারকে। তাহলে কি ইনজুরিতে পড়েছেন সৌম্য? না আসলে বিষয়টা তেমনটা নয়।

ব্যাটিংটা প্রত্যাশিত মানের না হওয়ায় আবাহনীর বিপক্ষে সৌম্যকে একাদশে রাখেনি সাদা-কালো ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার আবাহনীর বিপক্ষের ম্যাচে সাইড বেঞ্চে বসেই খেলা দেখছেন সৌম্য।

সব কিছু ঠিক থাকলে জাতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা থাকার কথা ছিল এই ওপেনারের। কিন্তু ফর্মহীনতার কারণে সাদা পোশাকে তো পরের কথা, ওয়ানডে আর টি- টোয়েন্টি দলেও জায়গা হচ্ছে না সৌম্যের।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় কোনো ফরম্যাটেই জাতীয় দলে জায়গা হয় না বাঁহাতি এই টপ অর্ডারের। ২০২১ সালের ২৬ মার্চ জাতীয় দলের জার্সি গায়ে খেলেন নিজের শেষ ওয়ানডে। সে ম্যাচে ১ রানের বেশী করতে পারেননি সৌম্য।

টি-টোয়েন্টি দল থেকেও জায়গা হারান বিশ্বকাপের পরেই। নিজের শেষ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন ৮ বলে ৫ রান। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার।

ভাবা হচ্ছিল, ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারো ফর্মে ফিরবেন মারকুটে এই ব্যাটার। কিন্তু তা আর হলো কই। ঢাকার ক্লাব ক্রিকেটেও নিজেকে হারিয়ে খুজছেন সৌম্য। মোহামেডানের হয়ে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে অপরাজিত ৫৯ রানের ইনিংস ছাড়া বাকি ৫ ম্যাচে সৌম্যর ব্যাট ছিলো নিরব।

৬ ম্যাচে তার রান সংখ্যা মোটে ১০০! নিজেকে প্রমাণ করতে না পারায় এবার সৌম্যর বিকল্প খুঁজেছে মোহামেডান। মানে যেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাবেন, ফর্মহীনতায় সেই জায়গাও হারিয়ে বসেছেন এই ক্রিকেটার। তাহলে সৌম্যের ক্যারিয়ারটা কি শঙ্কার মুখে পড়ে গেলো!

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো