ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি আজ শেয়ার লেনদেন করেছে ৬ কোটি ৯৫ লাখ টাকার ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ শেয়ার লেনদেন করেছে ৬ কোটি ৪৩ লাখ টাকার।
এইচ.আর টেক্সটাইল ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে - আমরা টেকনোলজি এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা,আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনালী পেপার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।