একদিনের অভিযানে ১৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা

একদিনের অভিযানে ১৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
করোনাভাইরাস ও রমজান মাসকে পুঁজি করে কারসাজিতে মেতে উঠেছে মুনাফালোভী ব্যবসায়ীরা। আইন অনুযায়ী নিত্যপণ্যের মূল্য প্রদর্শন করছে না তারা।

কারসাজি করে যেমন বেশি দামে পণ্য বিক্রি করছে, তেমনি ওজনেও দিচ্ছে কম। প্রতিদিনই সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা করে যাচ্ছে ব্যবসায়ীরা। এসব অভিযোগে অভিযান চালিয়ে ১৬৭টি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে সারাদেশে ১০৬টি পাইকারি ও খুচরা বাজারে অভিযান করা হয়। এ সময় মোট ১৬৭টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে অধিদফতরের আট জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরীর ২৩টি বাজারে (পাইকারি ও খুচরা) অভিযান চলে। এসময় মহানগরের ১৬টি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রিও (ট্রাকসেল) তদারকি করা হয়। এছাড়া ঢাকার বাইরের বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে ৮৩টি বাজারে অভিযান চালানো হয়।

ঢাকায় অধিদফতরের পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রোজিনা সুলতানা, মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও মাহমুদা আক্তার।

অভিযানকালে ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে আহ্বান জানানো হয়।
অভিযান প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যমন্ত্রীর সার্বিক সহযোগিতায় ও নির্দেশনায় প্রতিদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হচ্ছে।

সরবরাহের যেকোনো পর্যায়ে কোনো অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার ও মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে এবং ন্যায্যমূল্যে তা বিক্রির জন্য উদাত্ত আহ্বানও জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু