৩২ ম্যাচে ২৫ জয়, পাঁচ ড্র ও চার হারে ৭৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে পিএসজি। সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট দূরে রয়েছে মার্সেই। বাকি ছয় ম্যাচের এক ম্যাচ জয়লাভ করলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে ফরাসি ক্লাবটির।
পার্ক দ্যা প্রিন্সেসে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে পিএসজি। তাই লিডও পেয়েছে দ্রুত। ১২মিনিটেই জালের দেখা পান নেইমার। ঠুকে দেন প্রথম পেরেক। মাঝ মাঠের খানিকটা সামনে থেকে ভেরাত্তির মাপা ক্রস গিয়ে পড়ে নেইমারের পায়ে, গোলকিপার পোস্ট ছেড়ে এগিয়ে আসায় তার মাথায় উপর দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার থেকে আসা বল দোন্নারুম্মা ঠিকমত গ্রিফ করতে না পারায় সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি চালেতা কার। করেন দলের হয়ে প্রথম গোল। আর তাতেই স্কোরবোর্ড হয় ১-১। ৪১ মিনিটে একবার জালের নিশানা খুঁজে পান লিওনেল মেসি, কিন্তু অফ সাইডের কারণে সেটি গোল হয়নি।
বিরতিতে যাওয়ার আগেই দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। পাশাপাশি নিজেদের রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমাররা।