ব্যাট হাতে সাব্বিরের দুর্দান্ত সেঞ্চুরি

ব্যাট হাতে সাব্বিরের দুর্দান্ত সেঞ্চুরি
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন প্রায় তিন বছর আগে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছিলেন না। অবশেষে সুপার লিগের প্রথম ম্যাচে এসে পুরোনো সেই সাব্বিরের দেখা মিলল।

সুপার লিগে সাব্বিরের লিজেন্ডস অব রূপগঞ্জ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে এই ম্যাচে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাব্বির।

টস জিতে ব্যাট করতে নামার পর মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ যখন দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বসে, তখনই ব্যাট হাতে দলের হাল ধরেন সাব্বির।

১১১ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। চার আর ছক্কায় তিনি মাতিয়ে তোলেন বিকেএসপির মাঠটি। মোট ৮টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মার মারেন তিনি।

১২৫ রান করার পর রূপগঞ্জ টাইগার্সের বোলার মুকিদুল ইসলাম মুগ্ধর করা বলে শরিফুল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সাব্বির। এবারের আসরে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৬।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো