বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬০৬ পয়েন্টে অবস্থান করছে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ আজ ২৭ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ১০ পয়েন্ট।
সূচকের উত্থানের দিনে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল (মঙ্গলবার) ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এদিন মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এসব কোম্পানির মধ্যে ২৬৯টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৭৮টির। বাকি ৩২ কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।