পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া
রুবলে গ্যাসের মূল্য পরিশোধ না করায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। বুধবার (২৭ এপ্রিল) থেকে এই দুই দেশে গ্যাস সরবরাহ করবে না মস্কো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে বুধবার ৮টা থেকে সকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুলগেরিয়ার জ্বালানি ও শক্তি মন্ত্রণালয় জানিয়েছে বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যখন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছিলো তখন রাশিয়া বলেছিল, বন্ধুপ্রতীম নয়, এমন দেশগুলোকে রুশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে অথবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়া রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। যার কারণেই বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার কোম্পানি।

পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে, তাদের আমদানি করা গ্যাসের ৫৩ শতাংশই আসে রাশিয়া থেকে। চলতি বছরের প্রথম কোয়ার্টারেও পরিমাণ একই ছিল। কিন্তু হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াটা তাদের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন। তবে তারা জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

এদিকে, বুলগেরিয়া তাদের মোট গ্যাসের ৯০ শতাংশই রাশিয়ার কাছ থেকে আমদানি করে। ইতোমধ্যে তারা রাশিয়ার বিকল্প উৎসব থেকে গ্যাস আনার পদক্ষেপ নিয়েছে। বুলগেরিয়ার জ্বালানি ও শক্তি মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী তারা রাশিয়া বেঁধে দেওয়া শর্তগুলো মেনেছিল। কিন্তু রুবলে মূল্য পরিশোধ করাটা বর্তমান চুক্তির লঙ্ঘন। তাই তারা রুবলে মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়