টিসিবির পণ্য বিক্রি শুরু আগামী সপ্তাহে

টিসিবির পণ্য বিক্রি শুরু আগামী সপ্তাহে
আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হবে, প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর এ কার্যক্রম শুরু হবে। আগামী ১৫ বা ১৬ মে’র মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে বলে টিসিবি মূখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন।

তবে এবার সয়াবিন তেলের দাম কত রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।

টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিলো, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিলো ১৬০ টাকা।

এর মধ্যে বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বাড়ে। ঈদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি ঈদের আগে ২৪ এপ্রিল থেকে বন্ধ ছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ