টিসিবির পণ্য বিক্রি শুরু আগামী সপ্তাহে

টিসিবির পণ্য বিক্রি শুরু আগামী সপ্তাহে
আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হবে, প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর এ কার্যক্রম শুরু হবে। আগামী ১৫ বা ১৬ মে’র মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে বলে টিসিবি মূখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন।

তবে এবার সয়াবিন তেলের দাম কত রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।

টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিলো, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিলো ১৬০ টাকা।

এর মধ্যে বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বাড়ে। ঈদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি ঈদের আগে ২৪ এপ্রিল থেকে বন্ধ ছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান