বুধবার (৬ মে) রাজধানীর সেনানিবাসের সেনাবাহিনী প্রধানের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে (জিওসি) দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
এছাড়া সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যর জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা দেন। তিনি অসুস্থ, গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখারও নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সে জিওসিবৃন্দ মাঠ পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন।
করফারেন্সে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ডিভিশন-৭, ৯, ১০, ১৭, ১৯, ২৪, ৩৩, ৫৫, ৬৬ ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঢাকা লজিস্টিকস এরিয়ার জিওসির সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী দেশের ৬২টি জেলায় করোনাভাইরাসের বিস্তাররোধে কাজ করছে।