বিকেএসপি তিন নম্বর মাঠে প্রথম দিন খেলা হয়েছিল ৮.৩ ওভার। আজ দ্বিতীয় দিন দফায় দফায় বৃষ্টির মধ্যে মাঠে গড়াতে পেরেছে আর মাত্র ৯.৫ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তিন জন ব্যাটার। অধিনায়ক দিমুথ করুনারত্নে আউট হয়েছেন ১৮ বলে ২ রান করে। ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ২৬ ও কুশল মেন্ডিস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
বিসিবি একাদশের পক্ষে একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তিনি ৪ ওভারে ৬ রান খরচ করেন। এছাড়া আবু জায়েদ রাহি ৪ ওভারে ৮, এনামুল হক ৫ ওভারে ১৪, মুশফিক হাসান ২ ওভারে ৩ ও রিপন মন্ডল ৩.২ ওভারে দেন ১৯ রান।
অসমাপ্ত এই প্রস্তুতি ম্যাচ শেষে এবার প্রথম টেস্টের জন্য চট্টগ্রাম চলে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামীকাল রাজধানী ছেড়ে বন্দর নগরীতে চলে যাবে তারা। সেখানে দুই দিনের অনুশীলন শেষে রোববার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।