আইসিবির শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি, ব্যাখ্যা চায় বিএসইসি

আইসিবির শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি, ব্যাখ্যা চায় বিএসইসি
বেশ কিছুদিন ধরেই পুঁজিবাজারে শেয়ার কেনার তুলনায় শেয়ার বেশি বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ভূমিকার বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা যায়, মূলত পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখার জন্যই গঠন করা হয়েছিল আইসিবি। তবে কিছুদিন ধরেই আইসিবির পক্ষ থেকে শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। গত মঙ্গলবার একদিনেই প্রতিষ্ঠানটির নিট বিক্রির পরিমাণ ছিল ৩২ কোটি টাকা। এ অবস্থায় বিএসইসির পক্ষ থেকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠানটির এ ধরনের ভূমিকার বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে কমিশন।


এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে আইসিবির সব সময়ই একটি বড় ভূমিকা ছিলো। তবে গত কয়েকদিন প্রতিষ্ঠানটি অনেক বেশি শেয়ার বিক্রি করেছে। এই জন্য আইসিবির ভূমিকার বিষয়ে আমরা ব্যাখ্যা তলব করেছি।

তিনি আরো বলেন, জবাব পাওয়ার পর প্রতিষ্ঠানটি যাতে পুঁজিবাজারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য সহায়তা করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত