ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১২ কোটি ৩৩ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দেখা যায়, ডিএসই প্রধান বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
পুঁজিবাজারের ধারাবাহিক পতনের ব্যাপারে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, বাজারের নিয়মই এমন, কখনো কম থাকবে আবার কখনো বেশি থাকবে। তিনি আশা করেন বাজার দ্রুতই উত্থানে ফিরবে।