ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক। আজ ব্যাংকটির লেনেদেন হয়েছে ৮ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তাকাফুল ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির লেনেদেন হয়েছে ৫ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকোর। আজ কোম্পানিটির লেনেদেন হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে এসিআই ফর্মুলার। আজ কোম্পানিটির লেনেদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ১৩ হাজার টাকার।
এছাড়া, পদ্মা লাইফের ২ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকার, ফর্চুন সুজের ১ কোটি ৬ লাখ ৩৬ হাজার টাকার, বিকনফার্মার ১ কোটি ২ লাখ ১৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৮ লাখ ১৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৯ লাখ ১১ হাজার টাকার, আইপিডিসির ৫৪ লাখ ৩৯ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৫০ লাখ ৫০ হাজার টাকার, রিপাবলিকের ৪৯ লাখ ১০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৪১ লাখ ৬২ হাজার টাকার, ডেল্টা লাইফের ৩৯ লাখ ২০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২২ লাখ ৩৫ হাজার টাকার, রবি আজিয়াতার ২১ লাখ ৩৯ হাজার টাকার, বিডি ল্যাম্পের ২০ লাখ ৫৮ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৯ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৭ লাখ ৪০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১৬ লাখ ২ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১৪ লাখ ৭০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১২ লাখ ৬৩ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮ লাখ টাকার, শাইনপুকুর সিরামিকের ৭ লাখ ৮০ হাজার টাকার, কপার টেকের ৬ লাখ ৬৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৪ হাজার টাকার, ফার্মাএইডের ৫ লাখ ৫৭ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।