সম্রাটের উন্নত চিকিৎসা প্রয়োজন : বিএসএমএমইউ

সম্রাটের উন্নত চিকিৎসা প্রয়োজন : বিএসএমএমইউ
somআলোচিত যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

সোমবার (১৬ মে) সকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। সম্রাটের চিকিৎসার বিষয়ে একটি বোর্ড মিটিং হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তার উন্নত চিকিৎসা দরকার, তা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে।

বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে। তবে তিনি কখন হাসপাতাল ছাড়বেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তার উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে।

গত বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

শর্তসমূহ হলো-আদালতের অনুমতি ব্যতীত দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

তার জামিন ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছে দুদক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা