সূত্র মতে, মার্চ মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৭২ হাজার ২৭৮টি। আর মে মাসের প্রথমার্ধ পর্যন্ত বিও হিসাব ২০ লাখ ৮০ হাজার ৫৯৮টিতে দাঁড়ায়। অর্থাৎ দেড় মাসে ৮ হাজার ৩২০টি বিও হিসাব বেড়েছে।
মে মাসের ১৬ তারিখ পর্যন্ত পুরুষদের বিও হিসাব ৫ হাজার ৭৪৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৩৩৮টিতে। মার্চ মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৪০ হাজার ৫৯৫টিতে। আর ১৬ মে পর্যন্ত নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ৪০৩টি বেড়ে পাঁচ লাখ ১৮ হাজার ২৭৪টিতে দাঁড়িয়েছে। মার্চ মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল পাঁচ লাখ ১৫ হাজার ৮৭১টিতে।
মার্চে মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৮১২টি। দেড় মাসে কোম্পানি বিও ১৭৪টি বেড়ে ১৬ মে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৮৬টিতে।
মে মাসের ১৬ তারিখ পর্যন্ত দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৭ হাজার ২২৪টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে ১৬ মে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৩৯১টিতে। যা মার্চ মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৭৮ হাজার ১৬৭টিতে।
১৬ মে পর্যন্ত বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৯২২টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ২২১টিতে। মার্চ মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৮ হাজার ২৯৯টিতে।