ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ ইস্যু করতে পারবে না। তাই স্টক লভ্যাংশ ঘোষণার পর প্রতিটি কোম্পানিকে তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করতে হয়। সেই অনুযায়ী বিএসইসির কাছে গত ১৬ ফেব্রুয়ারি স্টক লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়ে আবেদন করেছিল কোম্পানিটি। যাতে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।