ঢাকা টেস্ট নিয়ে অবাক করা তথ্য দিলেন মুমিনুল

ঢাকা টেস্ট নিয়ে অবাক করা তথ্য দিলেন মুমিনুল
চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট পাওয়া অফ-স্পিনার নাঈম হাসান ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে অন্য কোনো স্পিনার নেওয়া হচ্ছে না ঢাকা টেস্টে।

পেশিতে টান পড়ায় ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। চট্টগ্রাম টেস্টেই বোলিং করতে পারেননি তিনি।

ইনজুরিগত কারণে ঢাকা টেস্টে বোলিং আক্রমণ কেমন হবে তা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা যখন চিন্তায় মগ্ন, তখন একাদশ নিয়ে ধারণা দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

ঢাকা টেস্টে কেমন হবে বাংলাদেশের বোলিং আক্রমণ— গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অবাক করা এক তথ্য দিলেন মুমিনুল হক।একাদশে তিন পেসার দেখা যেতে পারে বলে ধারণা দিলেন অধিনায়ক।

বললেন, আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কিনা। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে তিন পেসার নিয়েও খেলতে পারি। আপনারা সবাই জানেন যে, মিরপুরের উইকেটে সবসময় রেজাল্ট হয়। এখানে বোলিংটা নিখুঁত হতে হয়ে। শুধু তাই নয়, ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আমরাও সে চেষ্টা করব। চেষ্টা করব—দল হিসেবে খেলার। সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ফল পক্ষে আনার চেষ্টা করব আমরা।

মিরপুর শেরেবাংলার উইকেট মানেই স্পিনস্বর্গ। যে কারণে এ গ্রাউন্ডে বাংলাদেশ দলকে এক পেসার নিয়ে টেস্ট খেলতে অনেকবারই দেখা গেছে। সেখানে মুমিনুলের তিন পেসার নিয়ে খেলার বক্তব্য অবাক করাই বটে!

প্রসঙ্গত,চট্টগ্রাম টেস্টে ড্র করেছে দুই দল। এবার মিরপুরের শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় চায় দুই দলই। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো