ডিএসই’র দেওয়া তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জটির এসএমই প্লাটফর্মের সূচক ‘ডিএসএসএমইএক্স’ ৫১ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে। আজ এসএমই প্লাটফর্মে মোট ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার এসএমই প্লাটফর্মে লেনদেনে অংশ নেওয়া ১১ কোম্পানির সবগুলোর শেয়ারদরই বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স ওয়েভিং। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।
এসএমই প্লাটফর্মে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কৃষিবিদ ফিড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে থাকা নিয়ালকো অ্যালয়’র দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কৃষিবিদ সিডের ৫ দশমিক ৩৬ শতাংশ, ওয়ান্ডারল্যান্ড টয়ের ৫ দশমিক ২১ শতাংশ, স্টার অ্যাডহেসিভের ৪ দশমিক ১০ শতাংশ, মাষ্টার অ্যাগ্রোর ৩ দশমিক ৪৪ শতাংশ, মামুন অ্যাগ্রোর ৩ দশমিক ১২ শতাংশ, ওরিজা অ্যাগ্রোর ২ দশমিক ৬৮ শতাংশ, মোস্তফা মেটালের ২ দশমিক ১০ শতাংশ এবং বেঙ্গল বিস্কুটের শেয়ারদর ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।