ঘরে ঘরে ত্রাণ নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট

ঘরে ঘরে ত্রাণ নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট।

সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক এবং সেনাসদর এজি’র শাখা, পিএস পরিদপ্তেরর সার্বিক তত্বাবধানে শনিবার দিনব্যাপি ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আর্মি এমপি ইউনিটের সদস্যগণের মাধ্যমে ভাষানটেক এবং মাটিকাটা এলাকার ৩০০ দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট কর্তৃক দুইবার এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতে এই কার্যত্রক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা ক্যান্টনমেন্ট এমপি ইউনিটের পক্ষে ত্রাণ বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন মেজর মাহমুদ, মেজর তাওফিক এবং ক্যাপ্টেন জিয়া।

খাদ্যসামগ্রী পাওয়া পশ্চিম মাটিকাটা এলাকার হাসেম আলী বলেন, 'কাঠমিস্ত্রীর কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলাম। করোনার কারণে এখন কর্মহীন। এই সময়ে আর্মি এমপি ইউনিট আমাকে এই খাবার দিল। প্রাণ খুলে তাদের দোয়া করছি।'

এমপি ইউনিটের মেজর মাহমুদ জানান, অসহায় মানুষের সেবা প্রদান অব্যাহত থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা