সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক এবং সেনাসদর এজি’র শাখা, পিএস পরিদপ্তেরর সার্বিক তত্বাবধানে শনিবার দিনব্যাপি ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আর্মি এমপি ইউনিটের সদস্যগণের মাধ্যমে ভাষানটেক এবং মাটিকাটা এলাকার ৩০০ দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট কর্তৃক দুইবার এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতে এই কার্যত্রক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ঢাকা ক্যান্টনমেন্ট এমপি ইউনিটের পক্ষে ত্রাণ বিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন মেজর মাহমুদ, মেজর তাওফিক এবং ক্যাপ্টেন জিয়া।
খাদ্যসামগ্রী পাওয়া পশ্চিম মাটিকাটা এলাকার হাসেম আলী বলেন, 'কাঠমিস্ত্রীর কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলাম। করোনার কারণে এখন কর্মহীন। এই সময়ে আর্মি এমপি ইউনিট আমাকে এই খাবার দিল। প্রাণ খুলে তাদের দোয়া করছি।'
এমপি ইউনিটের মেজর মাহমুদ জানান, অসহায় মানুষের সেবা প্রদান অব্যাহত থাকবে।