টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় টিলা ধসে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, হাতিজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় একই পরিবারের ৪ নিহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, আজ সোমবার (৬ জুন) সকালে ভারি বর্ষণের কারণে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা