রাঙ্গামাটি ফুডকে শেয়ার হস্তান্তর ও ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ

রাঙ্গামাটি ফুডকে শেয়ার হস্তান্তর ও ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ
ওভার দ্য কাউন্টার মার্কেটের রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসকে শেয়ার হস্তান্তর ও ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। গত ১৫ জুন বিএসইসির সহকারি পরিচালক মো. মাহমুদুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

জানা যায়, গত বছরের ২৯ আগস্ট উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু এরপরে দীর্ঘসময়েও ডিমেট প্রক্রিয়া, শেয়ার হস্তান্তর শেষ হয়েছে কিনা এবং ব্যবসায় উৎপাদনের কোন খবর বিএসইসিকে কোম্পানি কর্তৃপক্ষ জানায়নি। ফলে কোম্পানিটিকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিএসইসির চিঠিতে ৭ দিনের মধ্যে রাঙ্গামাটির প্রাসঙ্গিক প্রমাণাদিসহ উৎপাদনের বর্তমান অবস্থা জানাতে বলা হয়েছে। এছাড়া ডিমেট প্রক্রিয়া ও শেয়ার হস্তান্তর, ব্যবসায়িক পরিকল্পনা এবং উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার কিনে না বিনিয়োগকারীদের বিনিয়োগের স্টেটমেন্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস ২০০১ সালে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৩ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৩৩.৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫১.২৮ শতাংশ শেয়ার রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন