কোম্পানি দুইটির মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে “AA” এবং স্বল্পমেয়াদি ‘ST-2’ রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২১ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০ জুন পরযন্ত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অপরদিকে ইউনাইটেড ফিন্যান্সের দীর্ঘ মেয়াদে “AA-” এবং স্বল্পমেয়াদি ‘ST-2’ রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২১ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।