সিলেটে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

সিলেটে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

সিলেটে বন্যার পানি কমছে। তবে পানি নামার গতি ধীর থাকায় এখনো বেশিরভাগ এলাকা প্লাবিত হয়ে আছে। ধীরগতিতে নামছে পানি। প্রায় ১২ দিন ধরে পানিবন্দি থাকায় বানভাসিদের দুর্ভোগ বাড়ছে।


এদিকে যেসব এলাকা থেকে পানি নেমে পড়েছে সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে বাড়িঘর ভেঙে যাওয়া ও আসবাবপত্র নষ্ট হওয়ায় আরও দুর্ভোগে পড়ছেন তারা।


সিলেট নগর ও সুনামগঞ্জ শহর থেকে পানি নেমে গেলেও এই দুই শহরজুড়েই দুর্গন্ধ দেখা দিয়েছে। শহরগুলোর নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তুপ।


পানি নামায় রোববার নিজ বাসা পরিষ্কার করছিলেন নগরের মির্জাজাঙ্গাল এলাকার দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, 'ঘরে ১০ দিন পানি ছিল। সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। আজকে পানি নামায় ঘর পরিষ্কার করতে এসেছি। কিন্তু চারপাশে দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ঘরের ভেতরে দুর্গন্ধ।'


সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, 'পানি কমায় আমরা পুরো নগরে এখন পরিচ্ছন্নতা অভিযান চালাবো। এজন্য প্রচুর পরিমাণ ব্লিচিং পাউডার প্রয়োজন। ব্লিচিং পাউডারের চাহিদা মন্ত্রণালয়ে জানানো হয়েছে।'


পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে ৪ থেকে ৫ সেন্টিমিটার কমেছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি কমেছে ১ থেকে ২ সেন্টিমিটার।


পানি একেবারে ধীরে নামছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। তিনি বলেন, 'পানি এক দিনে এক সেন্টিমিটারও কমছে না। পানি দ্রুত না কমায় বানভাসি মানুষের দুর্ভোগ বাড়ছে। তাদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া যাচ্ছে না।'


গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা দেখা দেয়; ১৭ জুন তা ভয়ংকর রূপ নেয়। প্লাবিত হয়ে পড়ে জেলার ৮০ শতাংশ এলাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা