মঙ্গলবার (২৮ জুন) ৮২৯তম কমিশন সভায় ফান্ডটির অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানায়, এই ফান্ডের উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। ১০০ কোটি টাকার মধ্যে সিএমএসএফ ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২০ কোটি টাকা প্রদান করেছে। প্রি-আইপিও’র পাঁচ কোটি টাকা দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাকি ২৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের থেকে সংগ্রহ করা হবে। এই ফান্ডের ইউনিটপ্রতি অভিহিত মূল্য ধরা হয়েছে ১০টাকা।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।