বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম এসব তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।
সূত্রে মতে, চলতি অর্থবছরে রাজস্ব বকেয়া পড়েছে ৩ হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা।
জানা গেছে, পেট্রোবাংলার কাছে ৩ হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ টাকা, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে ৫ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।
কাস্টম কর্মকর্তারা বলছেন, বকেয়া বাদে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৮০ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।
বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা। গেলো বছরের থেকে এ বছর বকেয়াসহ বেশি আদায় হয়েছে ১১ হাজার ৫৬৪ কোটি টাকা। আর বকেয়াসহ প্রবৃদ্ধি ২২ দশমিক ৪২ শতাংশ।