সিটি কর্পোরেশন ও পৌরসভায় সাড়ে ৩০ কোটি টাকা বরাদ্দ

সিটি কর্পোরেশন ও পৌরসভায় সাড়ে ৩০ কোটি টাকা বরাদ্দ
করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ৩০ কোটি ৬৩ লাখ টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) এ বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর জন্য স্থানীয় সরকারমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ থোক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১২টি সিটি কর্পোরেশনের জন্য ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ৩২৮টি পৌরসভার জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য দুই কোটি টাকা করে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য এক কোটি ৫০ লাখ টাকা এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জন্য এক কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেয়া হয়েছে।

পৌরসভাগুলোর মধ্যে জেলা সদরের ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ‘ক' শ্রেণির পৌরসভার জন্য চার লাখ ২৫ হাজার ঢাকা, ‘খ' শ্রেণির পৌরসভার জন্য চার লাখ টাকা এবং ‘গ' শ্রেণির পৌরসভার জন্য তিন লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর বিভিন্ন খাতে অব্যবহৃত ও বেঁচে যাওয়া টাকা সমন্বয় করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইতোপূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৫ মার্চ ৩৩ কোটি ২ লাখ টাকা এবং ২৬ এপ্রিল ৫২ কোটি ২৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা