সোমবার ১৮ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
সূত্র অনুসারে, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৬৭ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২ কোটি ৪৭ লাখ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৬ লাখ ৮০ হাজার টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৬৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২ কোটি ৪৭ লাখ টাকা।