গত ১৪ মে এই কিট হস্তান্তর করা হয়েছে বলে রোববার (১৭ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইইডিসিআরের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা এ কিটগুলো গ্রহণ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে যারা সেবা দিচ্ছেন এমন সদস্য ডাক্তার, নার্স, পুলিশকে সারাদেশে ৪০ হাজার পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট (পিপিই) দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের জনগণকে এ ধরনের আরও সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।