করোনা পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু করোনাভাইরাসের সংক্রমণ হতে রক্ষা করবে না, বরং এটি ডেঙ্গুর বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় করোনার সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যুবসমাজের প্রতি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। এসব নির্দেশনার আলোকে সরকার কাজ করছে। ৩১ দফা নির্দেশনা অনুসরণ করে সবাই যার যার দায়িত্ব পালন করলে করোনা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ পাওয়া যাবে।