পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৩ পয়েন্টে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ‘ডিএস৩০’ ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

টানা প্রায়  ৯দিন পতনের পর সোমবার (২৫ জুলাই) ঘুরে দাঁড়ায় দেশের পুঁজিবাজার। উত্থানের সেই ধারা আজও ধরে রেখেছে দেশের পুঁজিবাজার। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, আজ সূচকের উত্থানের সাথে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে মোট ৮৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে গতকাল ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ আগের কার্যদিবসের চেয়ে ১৯৮ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৭টি কোম্পানির, দাম কমেছে ১৭২টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ৫৭.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮০.২০ পয়েন্টে। সিএসইতে আজ ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে আজ মোট লেনদেনে অংশ নেওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দাম বেড়েছে ১১৯টি কোম্পানির। শেয়ারে দাম কমেছে ১৪২টির এবং শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত