শিল্প ও সেবা খাতে আরও ৩০ হাজার কোটি টাকার ঋণ

শিল্প ও সেবা খাতে আরও ৩০ হাজার কোটি টাকার ঋণ
করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় শিল্প ও সেবা খাত ৩০ হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে। প্যাকেজের আওতায় আগে যেসব প্রতিষ্ঠান ঋণ সুবিধা পায়নি তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, প্রণোদনা প্যাকেজের তৃতীয় ও সবশেষ পর্যায় বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের (সিএমএসএমই ছাড়া) জন্য ২৭ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণ দেয়া হবে।

এছাড়া বেজা, বেপজা ও বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠান এবং এসব অঞ্চলের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানাধীন (দেশি ও বিদেশি) প্রতিষ্ঠানের জন্য তিন হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।

সব মিলে এ খাতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঋণ ও বিনিয়োগ সুবিধা পায়নি সেসব প্রতিষ্ঠান তৃতীয় পর্যায়ে অগ্রাধিকারভিত্তিতে ঋণ পাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এই সুবিধা পাওয়ার জন্য ২০২১ সালের ৩১ ডিসেম্বরের চলতি মূলধন ভিত্তিতে প্রণোদনার ঋণ সীমা নির্ধারিত হবে। যারা প্রণোদনা সুবিধা পেয়েছে তারা অন্য কোনো ব্যাংক থেকে এই প্রণোদনা সুবিধা পাবে না। প্যাকেজের আওতায় তৃতীয় পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রম আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ