মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন।
বেনজীর আহমেদ আরও বলেন, করোনা সংক্রমণের মধ্যে শহর ছেড়ে গিয়ে কেউ যেন গ্রামের বাড়িতে পরিবার কিংবা প্রতিবেশীর জন্য মৃত্যুদূত হয়ে না যাই।
তিনি বলেন, বর্তমান করোনা মহামারী সংকট সবাইকে উপলব্ধি করতে হবে। আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি।
সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার নাগাদ দেশে করোনা মোট আক্রান্ত ২৫ হাজার ১২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন।
তবে গত কয়েক দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এরই মধ্যে ঈদ সামনে রেখে বিপুলসংখ্যক মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। মার্কেট-দোকানপাটে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে।