ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য মতে, রোববার (৩১ জুলাই) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৪৮ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ৩১ পয়েন্ট।
সব সূচকের উত্থানের দিনে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজে এক্সচেঞ্জটিতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬২টি প্রতিষ্ঠানেরই শেয়ারদরই আজ বেড়েছে, বিপরীতে দর কমেছে মাত্র ৭টির। বাকি ১৩টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।